শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

খুদে ভক্তের অনুরোধ রাখতে ব্যাটিংয়ের ‘ভিডিও’ বানালেন ইউনিস

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মে, ২০১৮
  • ৫০৯ বার

ক্রীড়া ডেস্ক::
ইউনিস খান তাঁর ভক্তদের হতাশ করার মানুষ নন। পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটসম্যান চিঠিটা হাতে পাওয়ার পর তাঁর খুদে ভক্তকে জবাব দিতে দেরি করেননি। ১২ বছর বয়সী ফেলিক্সের অনুরোধ রেখে ইউনিস ‘ব্যাটিং টিপস’-এর ভিডিও টুইটারে পোস্ট করেছেন।
ফেলিক্স অ্যান্ডারসনের বয়স তখন ১০ বছর। তখন সে একটি চিঠি লিখেছিল তাঁর প্রিয় ক্রিকেটারের কাছে। ব্যাটিং পরামর্শ চেয়ে পাঠানো চিঠি। ফেলিক্সের সেই প্রিয় খেলোয়াড়ের হাতে চিঠিটা পৌঁছাতে দুই বছর লেগে যায়। তত দিনে ফেলিক্স নিশ্চয়ই চিঠির জবাব পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন! কিন্তু ইউনিস খান তাঁর ভক্তদের হতাশ করার মানুষ নন। পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটসম্যান চিঠিটা হাতে পাওয়ার পর তাঁর খুদে ভক্তকে জবাব দিতে দেরি করেননি। ১২ বছর বয়সী ফেলিক্সের অনুরোধ রেখে ইউনিস ‘ব্যাটিং টিপস’-এর ভিডিও টুইটারে পোস্ট করেছেন। ফেলিক্সের দেশ নিউজিল্যান্ড। চিঠিতে সে ইউনিসকে ক্রিকেটে নিজের পছন্দের অন্যতম ‘সেরা নায়ক’ হিসেবে উল্লেখ করে এবং তাঁর টেকনিক ও স্ট্রোক-প্লের প্রশংসা করে। চিঠির একটি অংশ তুলে ধরা হলো, ‘আপনাকে লিখছি, কারণ আপনি আমার পছন্দের অন্যতম সেরা নায়ক। আপনার টেকনিক সুন্দর ও দেখতে দারুণ—কভার ড্রাইভ কতটা নিখুঁত ও কাট শটের কী দারুণ টাইমিং। শ্রীলঙ্কার বিপক্ষে আপনার ৩১৩ রানের ইনিংসটা তো অবিশ্বাস্য।’ এই চিঠিতে কভার ড্রাইভ ও কাট শট শিখিয়ে দেওয়ার জন্য ইউনিসকে অনুরোধ জানায় ফেলিক্স। দুই বছর পর এই বছরের ২৫ এপ্রিল চিঠিটি হাতে পান ইউনিস। খুদের ভক্তের এই ভালোবাসার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ৪০ বছর বয়সী সাবেক ব্যাটসম্যানটি লেখেন, ‘প্রিয় ফেলিক্স, মিষ্টি চিঠিটার জন্য ধন্যবাদ। আমি জানি চিঠিটা দুই বছরের পুরোনো। কিন্তু আমি এটা এই মাত্র হাতে পেলাম। আমি অবশ্যই তোমার অনুরোধমতো ব্যাটিংয়ে ছোট একটি ভিডিও বানিয়ে পাঠাব।’ ইউনিস এরপর কভার ড্রাইভ ও কাট শটের একটি ভিডিও বানিয়ে টুইটারে পোস্ট করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ