সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

খালেদার সাজা বাতিলের দাবি ঢাবি সাদা দলের

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
  • ২৭৪ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড প্রদানে উদ্বেগ প্রকাশ করে সাজা বাতিল ও তার মুক্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল।
সোমবার বিকেলে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রেরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘পূর্বের ধারাবাহিকতায় আরও একটি মিথ্যা মামলায় বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড প্রদানের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও হতাশা ব্যক্ত করছি। বেগম জিয়া এবং তার আইনজীবীদের অনুপস্থিতিতে কারাগারে স্থাপিত বিশেষ আদালতে একতরফা শুনানির মাধ্যমে এ রায় প্রদান করা হলো।’
সাদা দলের পক্ষ থেকে বলা হয়, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। এ অবস্থা চলতে পারে না। আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা চাই। এ জন্য প্রয়োজন সবার অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন। আর এরূপ একটি নির্বাচনের স্বার্থে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সব মামলার রায় পুনর্বিচেনা করে তাকে দেয়া সাজা বাতিল এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
এতে আরও বলা হয়, ‘বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি যে, ২০০৮ সালে একটি নীলনকশার নির্বাচন এবং ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান সরকার শুরু থেকেই বিএনপিকে ধ্বংস ও জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা মামলা ও নানাভাবে হয়রানি করে আসছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপিকে বিরত রাখার মাধ্যমে একটি একতরফা নির্বাচন করে পুনরায় ক্ষমতায় যাওয়ার ধারাবাহিক অপকৌশলের অংশ হিসেবেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির একটি ভিত্তিহীন সাজানো মামলায় তাকে সাজা দেয়া হয়েছে। আমরা এ হীন প্রচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ