রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন

খালেদার জামিন কেন বাতিল নয়, জানতে চান আদালত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩১০ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন কেন বাতিল করা হবে না -এ বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৭ অক্টোবরের (রোববার) মধ্যে খালেদার আইনজীবীদের এ বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
রোববার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৫ নম্বর অস্থায়ী বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। একই সঙ্গে মামলার আসামি মনিরুল ইসলাম খানের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ এ মামলার যুক্তি উপস্থাপন ছাড়াও দুদকের আইনজীবীর মামলার কার্যক্রমের সমাপ্ত চেয়ে রায়ের দিন ধার্যের যে আবেদন ছিল সেই আবেদনের রায়ের দিনও আজ ধার্য ছিল। অপরদিকে বিচারকের প্রতি দুই আসামির অনাস্থার যে আবেদন ছিল তার আদেশ ঘোষণার জন্যও দিন ধার্য ছিল।
আদালতে আজ (রোববার) খালেদা জিয়া আইনজীবীরা তার জামিনের আবেদন করেন এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলা কার্যক্রম চলার যে আদেশ রয়েছে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিভিশন করা হয়েছে বলে মামলার যুক্তি উপস্থাপন মুলতবি চান। এ ছাড়া দুই আসামির জামিনের আবেদন করেন।
অপরদিকে আদালতে দুদকেরে আইনজীবী মোশাররফ হোসেন কাজল খালেদা জিয়াসহ তিনজন আসামির জামিন বাতিল চেয়ে আবেদন করেন এবং মামলার রায় ঘোষণার দিন ধার্য করতে আর্জি জানান।
বিচারক উভয়পক্ষের শুনানি শেষে দুই আসামির অনাস্থা আবেদন নামঞ্জুর করেন এবং ৭ অক্টোবরের মধ্যে উচ্চ আদালত রিভিশন ফাইলের বিষয়ে আদেশ দাখিলের জন্য নির্দেশ দেন। একই সঙ্গে খালেদা জিয়ার জামিন কেন বাতিল করা হবে না -এ বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
উল্লেখ্য, দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনকে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। রায়ের পর থেকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে তিনি বন্দি রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ