রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

খাদ্য অধিকার ক্যাম্পেইন সিলেট জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ৬০৮ বার

বিশেষ প্রতিনিধি:
খাদ্য অধিকার প্রচারাভিযান সিলেট জেলা কমিটির উদ্যোগে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া)’র সার্বিক তত্ত্বাবধানে “সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এবং খাদ্য অধিকার আইন” প্রণয়নের দাবিতে একটি র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে খাদ্য অধিকার প্রচারাভিযান সিলেট জেলা কমিটির সভাপতি, জনাব সমিক সহিদ জাহান এর নেতৃত্ত্বে আলোচনা সভায় উত্থাপিত সুপারিশমালা বাস্তবায়নের দাবিতে মাননীয় জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। খাদ্য অধিকার প্রচারাভিযান সিলেট জেলা কমিটির সভাপতি সমিক সহিদ জাহান এর সভাপতিত্ত্বে প্রচারাভিযানের পক্ষে দাবীসমূহ পাঠকরেন আইডিয়া’র সহকারী পরিচালক নাজিম আহমদ। খাদ্য অধিকার প্রচারাভিযান সিলেট জেলা কমিটি’র পক্ষে যেসকল দাবীসমূহ উত্থাপিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রধান প্রধান দারিদ্র্যপ্রবণ এলাকা ও জনগোষ্ঠীর মধ্যে খাদ্য ও পুষ্টি নিরাপত্তাসহ দারিদ্র্য বিমোচনে বহুমুখী (শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ইত্যাদি) কর্মসূচি গ্রহণ করা; উপরোক্ত কর্মসূচিসমূহের অধীনে নারী ও শিশুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ উদ্যোগ গ্রহণ করা; যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পুষ্টিকর খাদ্যসহ সকল ক্ষেত্রে যথাযথ পূর্ব প্রস্তুতি নিশ্চিত করা; ‘নিরাপদ খাদ্য আইন’-এর বিধান অনুযায়ী অবিলম্বে ‘কেন্দ্রীয় খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি’ এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ‘নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি’ গঠন করা; এসডিজি’র ১নং লক্ষ্য ‘সব ধরনের দারিদ্রের অবসান’ এবং ২নং লক্ষ্য ‘ক্ষুধামুক্তি’ অর্জনে সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে রাষ্ট্রের যথাযথ উদ্যোগ গ্রহণ করা। এছাড়াও উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশ এর রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার আব্দুল মালেক খাঁন, আব্দুল হামিদ, জি.ডি.রুমু, কে. এম. আবেদ উল্লাহ, কয়েস আহমদ, আবু নাসের ব্যাপারী, আমিনুর রহমান, সামি হক প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ