জয়পুরহাট থেকে নিজস্ব সংবাদদাতা :: জয়পুরহাটের সদর হাসপাতালে ৬ষ্ঠ শ্রেনির নির্যাতিত ছাত্রীকে দেখতে যান প্রগতিশীল ছাত্র জোটের নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যা ৬টায় জেলা প্রগতিশীল ছাত্র জোটের নেতারা জয়পুরহাট সদর হাসপাতালে যান, যেখানে নির্যাতিত ওই ছাত্রীর চিকিৎসা চলছে।
ছাত্র জোটের নেতারা নির্যাতিত ছাত্রীর বাবা মায়ের পাশে থেকে অপরাধির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন করার কথা বলেন। ছাত্র ইউনিয়নের আহবায়ক ও প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক রিফাত আমিন রিয়ন বলেন, আমরা প্রথমে সকল আসামিদেরকে মামলায় এজাহারভুক্ত না করায় উদ্বেগ প্রকাশ করছি। তিনি বলেন, ভিকটিমের সুচিকিৎসা, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা এবং প্রকৃত আসামিদের এজাহারভুক্ত করে দ্রুত বিচার আইনে বিচার করার দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্র জোটের অন্যতম নেতা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) জেলা আহবায়ক রেহেনা পারভিন খুশি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সদস্য সচিব রাশেদুজ্জামান রাশেদ, ছাত্র ফ্রন্টের সদস্য আশরাফুল ইসলাম এবং ছাত্র ইউনিয়ন জেলা সদস্য রাসেল হোসেন।
উল্লেখ্য, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ১২ বছর বয়সী ক্ষেতলাল পাইলট বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে বুধবার দিবাগত রাতে বাখেরা গ্রামের ওরস অনুষ্ঠান থেকে জিম্মি করে নিয়ে এসে বিনাই গ্রামে এক বাড়ীতে সারারাত আটকে রেখে পালাক্রমে ধর্ষন করে। একই দিন রাতে মেয়েটির মা থানায় এসে অভিযোগ দিলে পুলিশ রাব্বিকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা করেন।