শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

ক্লিনিক্যাল ট্রায়ালে করোনার ভ্যাকসিন শরীরে নিতে চান সাব্বির

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ২৭৪ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   গ্লোব বায়োটেক লিমিটেড আবিষ্কৃত করোনাভাইরাসের ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজনে নিজের শরীরে নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের ছাত্র আহমেদ সাব্বির।

সারাবাংলা ডটনেটের মেইলে পাঠানো এক বিবৃতিতে ওই তরুণ তার এই ইচ্ছার কথা জানিয়েছেন।

সাব্বির বলেন, ‘কোনো আবেগ থেকে নয় বরং বিজ্ঞানের অগ্রগতিতে আরও কিছুদূর এগিয়ে নিতে আমি চিন্তা-ভাবনা করে স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছি। এতে আমার পরিবারের কোনো আপত্তি নেই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমার তেমন কোনো শারীরিক সমস্যা নেই। তারপরও ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োগ করার সময় কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষার দরকার হলে তিনি তা করতে রাজি।’

নিজের ইচ্ছার কথা জানিয়ে এরইমধ্যে গ্লোব বায়োটেকের ফেসবুক পেজ ও ভ্যাকসিন আবিষ্কারক ড. আসিফ মাহমুদকে ব্যক্তিগতভাবে খুদেবার্তা পাঠিয়েছেন।

সাব্বির বলেন, ‘আমি অনুজীব বিজ্ঞান বিভাগের ছাত্র এবং ড. আসিফ মাহমুদ আমার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। যদি ভ্যাকসিনটি মানবদেহে প্রয়োগের জন্য কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া যায় ও সংশ্লিষ্টরা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আমাকে নির্বাচিত করেন তাহলে আমি খুবই আনন্দিত হবে।’

উল্লেখ্য বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে গ্লোব বায়োটেক লিমিটেড।

বৃহস্পতিবার (২ জুলাই) গ্লোব বায়োটেকের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

খরগোশের দেহে ভ্যাকসিন প্রয়োগ করে অ্যান্টিবডি তৈরির প্রমাণ মিলেছে বলে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ