স্পোর্টস ডেস্ক::
বাংলাদেশ দলের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুল হকের গায়ে হলুদ আজ। শুক্রবার ঢাকার মিরপুরের পিএসসি কনভেনশন হলেবিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জীবন সঙ্গীকে ঘরে তুলবেন মুমিনুল। বিয়ের পর আগামী মাসে মুমিনুলের গ্রামের বাড়ি কক্সবাজারে বৌভাতের আয়োজন করা হবে। ২০১৮ সালের আগস্টে বাগদান সম্পন্ন হয় মুমিনুল-ফারিহার।
মুমিনুলের সঙ্গে এখন থেকে পাঁচ বছর আগে ঘটনা চক্রে পরিচয় হয় এক মেয়ের। তখন হয়ত ক্লাশ নাইন বা টেনে পড়তেন ফারিহা। প্রথম দেখাতেই তাকে ভালো লাগে মুমিনুলের। সেই থেকেই চলছে তাদের বন্ধুত্ব।
মিরপুরে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছেন ফারিহা।
কক্সবাজারে জন্ম নেয়া মুমিনুল হকের আন্তর্জাতিক ক্রিকেটে ২০১২ সালের মার্চে অভিষেক হয়। জাতীয় দলের হয়ে ২৭ টেস্টে ৬ সেঞ্চুরি এবং ১২ ফিফটিতে ৪৬.৮২ গড়ে দুই হাজার ১৫৪ রান করেছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে ২৬ ম্যাচে করেছেন ৫৪৩ রান।
মুমিনুলই বাংলাদেশ দেশের একমাত্র ক্রিকেটার যিনি টেস্টের দুই ইনিংসে পরপর সেঞ্চুরি করেন।