মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

কোয়ারেন্টিন শেষে কিশোরীকে বিয়ে, সৌদি প্রবাসীর জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ২১৯ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ    
হোম কোয়ারেন্টিন শেষ হওয়ার তিন দিন পর এক কিশোরীকে (১৭) বিয়ে করায় রাসেল নামে এক সৌদি প্রবাসীকে জরিমানা করা হয়েছে।
সম্প্রতি ঢাকার দোহার উপজেলার উত্তর জয়পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর জয়পাড়া গ্রামের শুকুর আলীর ছেলে মো. রাসেল গত ৮ মার্চ সৌদি আরব থেকে দেশে আসেন। এর পর তিনি ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে ছিলেন।
গত শনিবার তার হোম কোয়ারেন্টিন শেষ হয়। এর তিন দিন পর কিশোরীকে বিয়ে করেন রাসেল।
পরে খবর পেয়ে বুধবার রাত ১১টার দিকে রাসেলের বাসায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, বাল্যবিয়ে নিরোধ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে রাসেলকে। একই সঙ্গে কনের বয়স১৮ বছর না হওয়া পর্যন্ত তাকে বাবার বাড়িতে রাখার এবং তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন না করার শর্তে উভয় পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে রাসেলকে মুক্তি দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ