সোমবার, ০১ জুলাই ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

কোয়ারেন্টাইনে ভারতফেরত তরুণীকে ধর্ষণ, এএসআই গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৪৩৯ বার

 

ডেস্ক রিপোর্ট::

খুলনায় কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৭ মে) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানের বিরুদ্ধে ওই তরুণী বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেছেন। মামলার পর মোখলেছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ওই তরুণী গত ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। কোয়ারেন্টাইন চলাকালীন এএসআই মোখলেছুর রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে গত ১৪ মে মোখলেছুর রহমান তাকে ধর্ষণ করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলার পর এএসআই মোখলেছকে গ্রেফতার করা হয়েছে।

মোখলেছুর রহমান কেএমপির কোর্ট সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি খুলনার পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন।

সুনামগঞ্জ২৪.কম/ঢাপো/এসএইচএস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ