স্পোর্টস ডেস্কঃ
ঘর বন্দী সময়টা একেক ক্রিকেটারের কাটছে একেক রকম। কেউ বই পড়ে, সিনেমা কিংবা টিভি সিরিজ দেখে সময় কাটাচ্ছেন। অনেকে আবার গেমস খেলে সময় পার করছেন। আর বাসায় যতটা সম্ভব ফিটনেসের ধরে রাখার কাজ তো করছেনই।
জাতীয় দলের ওপেনার লিটন দাস অবসর সময় কাটানোর জন্য শুরু করেছেন ছবি আঁকা। ব্যাট হাতে শৈল্পিক ব্যাটিংয়ের জন্য জনপ্রিয় লিটন এখন রংপেনসিল আর কাগজেও শিল্পকর্ম করছেন। করোনাভাইরাসের সময় বাসায় থেকে ছবি আঁকার অনুশীলন করছেন লিটন।
স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা ছবি আঁকায় লিটনকে সঙ্গ দিচ্ছেন। কাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটন ও সঞ্চিতা তাঁদের আঁকা ছবি পোস্ট করেছেন। লিটনের স্ত্রীর ছবি আঁকার অভ্যাস থাকলেও লিটন নাকি কাল প্রথমবারের মতো ছবি এঁকেছেন।
নিজের মোবাইলে লিটন রান্নার ভিডিও দেখছেন এমন একটি ভিডিও কিছুদিন আগে পোস্ট করেন তাঁর স্ত্রী। হয়তো আরও কিছুদিন গেলে ছবি আঁকার সঙ্গে রান্না করাও শুরু করবেন উইকেটকিপার–ব্যাটসম্যান। তবে দিন শেষে তিনি কিন্তু পেশাদার ক্রিকেটার। ক্রিকেটার হিসেবে নিজেকে ফিট রাখা জরুরি। তাই ঘরে বন্দী থাকলেও ফিটনেসের কাজটা ঠিকই করে যাচ্ছেন লিটন। কদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেডমিলে রানিং করার ভিডিও পোস্ট করেছিলেন তিনি।