শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

কোভিড-১৯: আশার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ২১৩ বার

আন্তর্জাতিক ডেস্ক:: দুঃসংবাদের মাঝে আশার খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভিড-১৯ এর ৪টি ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে বলে জানায় সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়াসাস বলেন, নরওয়ে এবং স্পেনে করোনা আক্রান্তদের ওপর শিগগিরই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। এরপর আরও ৪৫টি দেশ পরীক্ষা চালাবে। আগ্রহ দেখিয়েছে আরও অনেক দেশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, একা কোনও দেশের পক্ষেই কোভিড-১৯ মোকাবেলা করা সম্ভব না। এর জন্য সব দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

শুক্রবার (২৭ মার্চ) রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ে এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক।

বিশ্বজুড়ে কারোনায় আক্রান্ত প্রতি ১০ জনের ১ জনই স্বাস্থ্যকর্মী। করোনা আক্রান্তদের চিকিৎসা করার সময় স্বাস্থ্যকর্মী আক্রান্তের বিষয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আক্রান্ত প্রতি ১০ জনের ৬ জন এবং মৃত প্রতি ১০ জনের ৭ জনই ইউরোপে।

এখন পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৭ হাজারের বেশি। ইতালিতে একদিনে সর্বোচ্চ ৯১৯ জন মারা গেছে। স্পেনে ২৪ ঘন্টায় মারা গেছে ৭৬৯ জন, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজার, আক্রান্ত এক লাখের বেশি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ