আশিস রহমান:: সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালী কোটি টাকা ব্যয়ে নির্মিত কিচেন মার্কেট পরিত্যক্ত অবস্থায় রেখে মহাসড়কের ওপর বাজার বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছেন স্থানীয় ব্যবসায়ীরা। সড়কের দুইপাশ দখল করে মাছ ও সবজি বাজার বসানোয় সিলেট-সুনামগঞ্জ সড়কের ওই অংশে প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সড়কের যাত্রীরা। অনেক সময় ঘটে ছোট-বড় দুর্ঘটনা।
জানা যায়, সড়কের দুই পাশ থেকে বাজার সরাতে সুনামগঞ্জ পৌরসভা ২০১৪ সালে ওয়েজখালী পৌর মিনি কিচেন মার্কেট নির্মাণ করে। নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হওয়ার পরও অধিক গ্রাহক পাওয়ার লোভে নিয়মনীতি ও আইনের তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে মহাসড়কের দুইপাশে রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। সড়কের দুপাশ দখল করে ব্যবসা করায় ক্রেতা-বিক্রেতাদের আনাগোনার ভিড়ে সৃষ্ট যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী, পথচারীসহ এলাকার সাধারণ মানুষদেরকে।
সূত্র জানায়, কিচেন মার্কেট নির্মাণের পর ২০১৫ সালে পৌর কর্তৃপক্ষ সড়কের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালায়। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক নজরদারি শিথিল হওয়ায় ব্যবসায়ীরা ফের সড়কের দুপাশ দখলে নেয়। সেই থেকে অদ্যাবধি অবৈধ ব্যবসায়ীরা প্রশাসনের নাকের ডগায় সড়কের ওপর কর্তৃত্ব বহাল রেখে চলছে। জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা এ সড়কের ওপর দিয়ে যাতায়াত করলেও এসব অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদে কেউ কোনো ভূমিকা রাখছেন না। এদিকে, পৌরসভা কর্তৃক প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়েজখালী পৌর মিনি কিচেন মার্কেটটি এখন গরু-ছাগলের বিচরণ কেন্দ্রে পরিণত হয়েছে। ব্যবসা-বানিজ্য চালু না হওয়ায় কেউ কেউ এটিকে কাঠ রাখার গুদাম হিসেবে ব্যবহার করছেন। অন্যদিকে, সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে উঠা মাছ ও সবজি বাজারের কারণে আশপাশের পরিবেশও দূষিত হচ্ছে। নষ্ট সবজি ও পঁচা মাছের উচ্ছিষ্ট অংশ সড়কে যত্রতত্র ফেলে রাখায় পরিবেশে দূর্গন্ধ ছড়াচ্ছে প্রতিনিয়ত।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘যারা অবৈধভাবে সড়ক দখল করে আছে শিঘ্রই তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান হবে। শুধু এই সড়ক নয়, অন্যান্য সকল সড়কেও অভিযান চালানো হবে।’
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘ব্যবসায়ীদের ব্যবসার সুবিধার্থে কিচেন মার্কেট নির্মাণ করে দেওয়া হয়েছে অথচ তারা এটি ব্যবহার না করে অবৈধভাবে সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করছেন। এদের পিছনে কিছু অপরাজনৈতিক ইন্ধন কাজ করছে। শিঘ্রই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’