শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

কে এই নীল পোশাকের নারী?

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮
  • ২৯৫ বার

অনলাইন ডেস্ক::
কে কার আগে সংবাদ পরিবেশন করবেন, এ নিয়ে সাংবাদিকদের মধ্যে একটা প্রতিযোগিতা থেকেই যায়। তাই বলে এমন পাগলাটে দৌড়! তাও আবার আদালতের ভেতর থেকে। এমন কাণ্ডই ঘটিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের ইন্টার্ন সাংবাদিক ক্যাসি সেমিয়ন। আদালতের বাইরে অবস্থান করা সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে নীল পোশাক পরা সেমিয়নের দৌড়ের ছবি। সে সময় অনেকে তাঁর এই দৌড়ানোর ভিডিও লাইভ দেখায়। রায় কী হলো, সেই প্রশ্ন শিকেয় তুলে সবার মনে তখন একটাই প্রশ্ন—কে এই নীল পোশাকের নারী?
সবার কৌতূহলের জবাব দিয়ে সেমিয়ন টুইট করেছেন, ‘হ্যাঁ, এটা আমি। রায়ের দিন নীল পোশাক পরে দৌড়ানো সাংবাদিকটি আমি-ই। সবাইকে ধন্যবাদ।’ আদালত কক্ষে মুঠোফোন ব্যবহার করা নিষেধ। দ্রুত তথ্য সরবরাহ করতে দৌড় দেওয়ার বিকল্প ছিল না বলেই সেমিয়নকে দৌড়াতে হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্টের আলোচিত মামলার রায়ের দিন। মামলার রায়কে ছাপিয়ে এনবিসির ওই নারী সাংবাদিকের দৌড়ই সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার খোরাক এখন। তাঁর দৌড়ের ছবি দিয়ে অনেকে তো নিজেদের প্রধান খবরও প্রকাশ করেছে। এনবিসি নিউজের সাংবাদিকেরাতো রীতিমতো গর্বিত। তাঁদের এক সাংবাদিক তথ্য সংগ্রহে এতটা নিবেদিতপ্রাণ। এনবিসির এক জেষ্ঠ্য সাংবাদিক টুইট করেছেন, ‘সেমিয়নকে নিয়ে আমরা সত্যি গর্বিত।’

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও সেমিয়নকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে। মার্কিন সংবাদমাধ্যম শিকাগো ট্রিবিউন তাদের খবরে বলেছে, ‘নীল পোশাক পরা এনবিসি নিউজের সাংবাদিক আমাদের নতুন নায়ক।’ নিজেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমগুলোর এমন মাতামাতিতে ভালোই খুশি সেমিয়ন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ