সুনামগঞ্জ প্রতিনিধি : শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল হালিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি ও কৃষিভিত্তিক শিল্পকে বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় শিল্প মন্ত্রণালয় থেকে কৃষিক্ষেত্রে ব্যাংক ঋণ গ্রহণের সুবিধাসহ অন্যান্য সকল সুবিধা দেওয়া হচ্ছে কৃষকদের।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলার পুলিশ লাইনের পাশের বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
শিল্প মন্ত্রণালয়ের এই সচিব বলেন, বিসিক মূলত অবকাঠামো তৈরি করে। স্থানীয় সম্ভাবনাময় উদ্যোক্তাদের এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি সম্ভাবনাময় এসব উদ্যোক্তাগণ কীভাবে ঋণ পেতে পারেন সে বিষয়েও বিসিক থেকে ধারণা দেওয়া হয়।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।