সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ২১৫ বার

অনলাইন ডেস্ক: চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে। এ অবস্থায় শ্রমিক সঙ্কটে থাকা এলাকাগুলোতে ধান কেটে কৃষককে সহায়তা করছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বেতুরা হাওরে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে।

স্থানীয় কৃষক জয়নাল মিয়া শ্রমিক না পেয়ে পাকা ধান কাটতে পারছিলেন না। এদিকে কালবৈশাখী ও বিলের পানি বেড়ে যাবার আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েন। এই খবরে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নির্দেশনায় দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ নেতা তাহের আহমদ মন্টির নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সাহায্যের হাত বাড়িয়ে দেন।

হাওরে ধান কাটা শেষে নেতাকর্মীরা কৃষক জয়নাল মিয়ার বাড়িতে তা পৌঁছে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন, জাকির হোসেন, মমিন মিয়া, রিপন মিয়া, জিহাদ আহমদ, হেলাল আহমদ, মাছুম আহমদ, ছারুয়ার আলম, তাজউদ্দীন, জুবেদ, জাহিদ, সালমান, শহিদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ