অনলাইন ডেস্ক:: কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, নিহত ইসমাইল হোসেন (৩৫) জলদস্যু দলের সদস্য ছিলেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বাজরা গ্রামে গুলি করার ওই ঘটনা ঘটে। পরে নিহত ইসমাইলের স্ত্রী সুমী আক্তার ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পুলিশ জানায়, ইসমাইল হোসেন তাঁর ঘরের একটি কক্ষে একা ঘুমাচ্ছিলেন। রাত একটার দিকে একদল দুর্বৃত্ত তাঁর কক্ষে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানেই ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। পুলিশের ধারণা, পূর্ববিরোধের জেরে কোনো পক্ষ তাঁকে হত্যা করেছে। দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার বলেন, নিহত ইসমাইলের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় আটটি মামলা রয়েছে।
সুত্র: প্রথম আলো