শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন

কুমার সৌরভ এর কবিতা- ‘পদ্মদীঘির সংঘরোধ’

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩২১ বার

চোখের ভিতর এক খানা পদ্মদীঘি

সেখানে সূর্য বাসা বাঁধতেন এক সময়
এখন তার সংঘরোধ।

বাইরে এক রাশ ঘন কালো অন্ধকার।

টলটল পদ্মদীঘির পাড়ে জলপরি
দুঃখমগ্নকাতর
অদেখায় চোখের কষ্ট বাড়ে অনেক
মেঘ জমে নির্জন অক্ষিগোলকে
বাষ্প ঘনীভূত হয় ভিতরের গোলাপী আকাশে
অবশেষে বৃষ্টি অবিরল।
পদ্মদীঘির হৃদয় থেকে রক্ত ঝরে
জমে কষ্টের ফোটা ফোটা শীতল বরফ।

কোথায় প্রভাতফেরীর মতো শুদ্ধতার আলো?

চোখ খোঁজে তারে
সঙ্গ চায় হলুদ বিভাময় সকাল
চনমনে দুপুর ও তন্দ্রালসা বিকেল।

চোখের আলোয় ফুটে না বিষ্ময়
কাটে না নগ্ন আঁধার
এ কোন্ সংঘনিরোধী পৃথিবী বিপুলা ?

 

কবি

কুমার সৌরভ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ