স্পোর্টস ডেস্কঃ
ওয়ানডে ক্যারিয়ারের রেকর্ড গড়া ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে গেলেন তামিম ইকবাল।
মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৬ বলে ২০টি চার ও ৩ ছক্কায় দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংস খেলেন তামিম। এই ইনিংস খেলার পথে তামিম নিজেই নিজেকে ছাড়িয়ে যান। এর আগে ২০০৯ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই বুলাওয়ে স্টেডিয়ামে দেশের হয়েসর্বোচ্চ ১৫৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম।
মঙ্গলবার সিলেটআন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শিরোপানিশ্চিত করতে নেমে ১৫৮ রানের ইনিংস খেলেন তামিম। আর এই ইনিংস খেলার পথেক্যারিবীয় সাবেক তারকা ব্যাটসম্যান ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে যান বাংলাদেশ সেরা এ ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে ভিভ রিচার্ডস হাঁকিয়েছেন ২১টি সেঞ্চুরি। তামিম হাঁকালেন সবমিলে ২২টি সেঞ্চুরি।
টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলে দেশের হয়ে সর্বোচ্চ ২১টি সেঞ্চুরি করা তামিম নিঃশ্বাস ফেলছিলেন মাইক হাসি ও ফাফ ডু প্লেসিসের ঘাড়ে। এদিন সেঞ্চুরি করে তাদের সমান ২২টি সেঞ্চুরির মালিক হয়ে যান তামিম।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৬৬৪ ম্যাচে সবচেয়ে বেশি ১০০টি সেঞ্চুরি করেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ৫৬০ ম্যাচে খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৭১টি সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার কিংবদিন্ত রিকি পন্টিং।
মাত্র ৪১৬ ম্যাচ খেলে ইতিমধ্যে ৭০টি সেঞ্চুরি করেছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। তিনি আর মাত্র একটি সেঞ্চুরি করলেই রিকি পন্টিংকে ছাড়িয়ে দ্বিতীয় পজিশনে উঠে আসবেন বিরাট।