বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

কালো সমান ভালো

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ২৩৩ বার

বিনোদন ডেস্কঃ  
গায়ের বর্ণ ফর্সা হলেই সুন্দর আর কালো সুন্দর নয়, কে বলেছে? সময় এসেছে এসব পুঁজিবাদী, অর্থহীন, স্থূল ধারণাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার। পৃথিবীতে যত মানুষ, তত মানুষের গায়ের রং। আর প্রতিটি রংই সুন্দর। ২০০৩ সাল থেকে ভারতের অভিনয়শিল্পী ও চলচ্চিত্র পরিচালক নন্দিতা দাস ‘কালোই সুন্দর’ প্রচারণার সঙ্গে যুক্ত। ২০০৯ সালে শুরু করেন নতুন আন্দোলন, উইমেন অব ওয়ার্থ (ডাব্লিউওডাব্লিউ বা ওয়াও)। এবার ‘কালোই সুন্দর’ ধারণাকে উদ্যাপন করতে তিনি একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন, আর তা শেয়ার করেছেন নিজের ইউটিউব চ্যানেলে।
এই ভিডিওতে দেখা গেছে নন্দিতা দাস, আলী ফজল, স্বরা ভাস্বর, রত্না পাঠক শাহ, তানিষ্ঠা চ্যাট্যার্জি, বিক্রান্ত মাসেই, সত্যজিৎ দুবে, প্রিয়াঙ্কা বোস, রাধিকা আপ্তে, গুল পানাং, সয়ানী গুপ্ত, শশাঙ্ক অরোরা, পত্রলেখা পল, শ্বেতা ত্রিপাঠিসহ আরও অনেক বলিউড তারকাকে। মিউজিক ভিডিওর নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া গট কালার’।
নন্দিতা দাসের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয় গত ২৫ সেপ্টেম্বর। এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪ লাখ বার দেখা হয়েছে এই ভিডিও। আড়াই মিনিটের এই ভিডিওতে বিয়ের বিজ্ঞাপন, চাকরি, মিডিয়া—সর্বত্র ফর্সা নারীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিকে সমালোচনা করা হয়। বলা হয়েছে, সব মানুষের সমান অধিকার রয়েছে। আর এখন সময় সব রং উদ্যাপনের।
এই ভিডিওর নিচে জড়ো হয়েছে ২ হাজার ৩৪৫টা মন্তব্য। একজন সেখানে লিখেছেন, ‘প্রেক্ষাগৃহে সিনেমা শুরুর আগে জাতীয় সংগীতের সঙ্গে এই গানের ভিডিও দেখানো উচিত।’ অন্য আরেকটি ভিডিওতে নন্দিতা দাস বলেছেন, ‘ধর্মবর্ণজাতি–নির্বশেষে সব মানুষের সমান অধিকার। এই সহজ কথাটা আমরা ইচ্ছে করে বুঝতে চাই না। কারণ, তাঁতে ব্যবসার ক্ষতি।’
‘মান্টো’ ছবির এই পরিচালক আরও বলেন, ‘ফেয়ারনেসের জন্য মানুষকে অগ্রাধিকার দেওয়া একেবারেই অন্যায্য। আর সাধারণত ভারতীয় উপমহাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশের নারীদের প্রকটভাবে এই কুৎসিত বৈষম্যের ভেতর দিয়ে যেতে হয়। কালোকে বেশি ভালো বলার দরকার নেই। কালোও সমান সুন্দর।’
‘ইন্ডিয়া গট কালার’ মিউজিক ভিডিওর সহকারী পরিচালক মহেশ মারাঠি বলেন, ‘আমাদের সমাজে, মনে রন্ধ্রে রন্ধ্রে বর্ণবৈষম্য মিশে আছে। অনেক দেরি হয়য়ে গেছে। সব মানুষ সমান। এই সহজ কথাটা এখনো যদি আমরা না বুঝি, তবে আর কবে? গায়ের রং কারও যোগ্যতা নয়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ