রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

কালীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন রুহুল আমিন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৫০ বার

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কালীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে প্রথমে অভিভাবক নির্বাচন অনুষ্ঠিত হয়। পুরুষ অভিভাবক সদস্য নিবার্চনে ৪জন প্রার্থীর মধ্যে ১১৪ ভোট পেয়ে ১ম বিজয়ী হয়েছেন আমজাদ হোসেন লিমন ও ৭৭ ভোট পেয়ে ২য় হয়েছেন অনিশ তালুকদার বাপ্পু। মহিলা অভিভাবক সদস্য নিবার্চনে ৫জন প্রার্থীর মধ্যে ১০৪ ভোট পেয়ে ১ম বিজয়ী হয়েছেন ইয়াসমিন বেগম ও ৮৮ ভোট পেয়ে ২য় হয়েছেন তাসলিমা আনোয়ার। পরে কালীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো.রুহুল আমিন ও অনিশ তালুকদার বাপ্পু মধ্যে সভাপতির পদে নিবার্চনে ৯জন ভোটারের মধ্যে ৭ ভোট পেয়ে বিপুল বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো.রুহুল আমিন ও নিকটতম প্রতিদন্ধী অনিশ তালুকদার বাপ্পু ২ ভোট পেয়ে পরাজিত হন। এদিকে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন গোলাম কিবরিয়া। নিবার্চন পরিচালনা করেন সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো.আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ও অধ্যক্ষ শেরুগুল আহমেদ, কালীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা সরকার, পৌর কাউন্সিলর গোলাম সাবেরিন সাবু, মাহফুজুর রহমান নসরু, শাহিন মিয়া ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ