বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন

কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে নিহত ৩১

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯
  • ২১৮ বার

অনলাইন ডেস্কঃ  
ইরাকের কারবালা শহরে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন প্রায় এক শ জন।
কারবালা প্রদেশের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মঙ্গলবারের তাজিয়া মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেয়। মিছিলে এক ব্যক্তি হোঁচট খেয়ে পড়ে গেলে তাঁর ওপর অন্যরা পড়ে যান। এতে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কারবালা প্রদেশের হাজার হাজার মানুষ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করছিলেন। এ সময় একজন হোঁচট খেয়ে পড়ে গেলে পদদলিতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন প্রায় এক শ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, হেঁটে চলার একটি পথ ধসে গেলে মানুষ ছত্রভঙ্গ হয়ে যায়।
গত ২০০৪ সালে আশুরার দিনে কারবালা ও বাগদাদে বোমা বিস্ফোরণে ১৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। এরপর ২০০৫ সালে আশুরার দিনে আত্মঘাতী বোমার গুজব ছড়িয়ে পড়লে বাগদাদে একটি সেতুর ওপর পদদলিত হয়ে ৯৬৫ জন মারা যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ