শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন

কান্নাভেজা চোখে নাফিসা জানালেন, বিপিএলে থাকতে চান

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ২২৬ বার

স্পোর্টস ডেস্কঃ  এবার বিসিবি সভাপতি জানিয়েছেন, বিপিএল আগের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হবে না। বঙ্গবন্ধুর নামে এই বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বত্বাধিকার হারানোটা কিছুতেই মেনে নিতে পারছেন না নাফিসা কামাল।

দুদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন এ বছর বিপিএল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হচ্ছে না। বিসিবির এই সিদ্ধান্তে ভীষণ ধাক্কা খেয়েছেন নাফিসা কামাল। কাল রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদেই ফেলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বত্বাধিকারী।
বিসিবির সঙ্গে সব ফ্র্যাঞ্চাইজির চার বছরের চুক্তি শেষ হয়েছে। নতুন করে চুক্তির আগে গত মাসে ধাপে ধাপে প্রতিটি দলের স্বত্বাধিকারীদের সঙ্গে বসে বিপিএল গভর্নিং কাউন্সিল। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের মতামত জানিয়েছে বিসিবিকে। সবার মতামত জেনে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে এ বছর অন্তত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে না।
বিসিবির এ সিদ্ধান্তে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন নাফিসা। গুলশানে কাল নিজের কার্যালয়ে সজল চোখে কুমিল্লার চেয়ারপারসন বললেন, ‘অনেক দিন ধরে এ দলটা নিয়ে আছি। আজ বিপিএল যে পর্যায়ে এসেছে তাতে আমার ফ্র্যাঞ্চাইজির অবদান আছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির অবদান আছে। বলতে গেলে একটু ইমোশনাল হয়ে যেতে হয়। শুরু থেকেই আছি এখানে।… পুরো বিশ্ব থেকে যে ভালোবাসা পেয়েছি, এটা অনেক বড় ব্যাপার।…ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি, এবার কুমিল্লা খেলবে, অথচ আমরা এটার সঙ্গে জড়িয়ে থাকতে পারব না, এটা আমার জন্য অনেক কষ্টকর।’
বিসিবির সিদ্ধান্ত স্বাগত জানিয়ে নাফিসা বলছেন, এবারও বিপিএলের সঙ্গে তাঁরা থাকতে চান, ‘বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে যে টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে আমার দল সেটির বাইরে কিছুতেই থাকতে চায় না। আমরা চাই না এত বড় সুযোগ থেকে বঞ্চিত হই। আমাদের চাওয়া থাকবে বিপিএল গভর্নিং কাউন্সিল যেন আমাদের নিয়েই সার্থকভাবে টুর্নামেন্টটা আয়োজন করবে। আমরা পুরো সহযোগিতার হাত বাড়িয়ে দেব বিপিএল গভর্নিং কাউন্সিলের দিকে।’
তবে বিসিবি যেভাবে সিদ্ধান্ত নিয়েছে তাতে অবাকই হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারপারসন, ‘আমাদের সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিল বসেছিল। বলেছিল খসড়া তৈরি করে ১৫ সেপ্টেম্বরের মধ্যে পাঠাবে। সেটিতে যদি আপত্তি থাকে তবে সমঝোতা করব বা রাজি থাকলে চুক্তি সই করবে। এত দিন ধরে সেটির অপেক্ষায় ছিলাম।… যদি আগ থেকে আমাদের নোটিশ দেওয়া হতো যে এমন একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাহলে যোগাযোগ করতে সুবিধা হতো।’
এখন বিপিএলে থাকতে ভীষণ আগ্রহ প্রকাশ করলেও কদিন আগে বিসিবির সঙ্গে বৈঠক শেষে নাফিসাই অবশ্য বলেছিলেন, ‘ এটা আমাদের সবার জন্য অলাভজনক প্রয়াস। চিন্তা করছি আগামী বছর বিপিএলে থাকব কি না।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ