স্পোর্টস ডেস্কঃ আগামী বিশ্বকাপের আসর বসবে কাতারে। ২০২২ সালে অনুষ্ঠিতব্য ওই বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ফিফা।
সূচিতে দেখা গেছে, ২০২২ সালের বিশ্বকাপ মাঠে গড়াবে ২১ নভেম্বর। আর ফাইনাল হবে ১৮ ডিসেম্বর।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে আল বায়িত স্টেডিয়ামে। এ স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬০ হাজার। আর ৮০ হাজার দর্শক ধারণক্ষমতা লুসাইল স্টেডিয়ামে হবে ফাইনাল। এ দুই স্টেডিয়ামের হবেই সেমিফাইনাল দুটি।
কাতারে বিশ্বকাপের ২২তম আসর হবে। সূচি বলছে, সেখানে এক দিনে ম্যাচ হবে ৪টি! স্থানীয় সময় বেলা ১টায় প্রথম ম্যাচ শুরু হবে। শেষ ম্যাচ হবে রাত ১০টায়। অর্থাৎ, ১১ ঘন্টার মধ্যে হবে চার চারটি বিশ্বকাপ ম্যাচ!
বিশ্বকাপের ২১তম আসরে, রাশিয়ায় চ্যাম্পিয়ন হয় ফ্রান্স, রানার্সআপ হয় ক্রোয়েশিয়া।
ওই আসরের ফাইনাল হয়েছিল ১৫ জুলাই। রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে হয়েছিল সেই রোমাঞ্চকর ফাইনাল। ওই ফাইনালের ঠিক দুই বছরের মাথায় আরেকটি বিশ্বকাপের সূচি দিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের বলছেন, বিশ্বকাপ আয়োজনের জন্য কাতারে জোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যে অবকাঠামোর কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়ে গেছে।
বিশ্বকাপ আয়োজনের জন্য কাতার রোমাঞ্চিত বলেও মন্তব্য করেছেন তিনি।