বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

কাঁচাবাজারে স্বস্তি দক্ষিণ সুনামগঞ্জের মানুষের

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুন, ২০১৮
  • ৫৪৮ বার

নওরোজ আরেফিন নাহিদ- দক্ষিণ সুনামগঞ্জ ::

দক্ষিণ সুনামগঞ্জে কাঁচাবাজারে দ্রব্য মূল্য অপরিবর্তিত থাকায় স্বস্তি এসেছে সাধারণ মানুষের মাঝে। অন্যান্য বছর রমজান মাস উপলক্ষে ভোক্তা পণ্যের দাম বাড়লেও এবছর দাম বাড়েনি বেশির ভাগ পণ্যেরই বরং মাস খানেক আগের তুলনায় এ রমজানে দ্রব্য মূল্যর দাম কম বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা মনে করেন বিগত কয়েক বছরের তুলনায় এ বছরই দ্রব্য মূল্যর দাম অনেক কম। এতে লোকসানের মুখে পরার আশংকা তাদের। তবে দ্রব্য মূল্যর দাম ক্রয়ক্ষমতার ভিতরে থাকায় স্বস্তিতে আছেন এই উপজেলার সাধারণ ক্রেতারা।

ব্যবসায়ীরা জানান রমজানের আগে তারা যে পণ্য বিক্রি করেছেন সেই পণ্য বর্তমানে পাচঁ থেকে দশ টাকায় কম মূল্য বিক্রি করতে হচ্ছে।
কোনো কোনো ক্ষেত্রে টিসিবির পণ্যের চেয়েও কম মূল্যে বিক্রি করতে হচ্ছে। টিসিবির যে চিনি বাজারে বিক্রি করছে ৬৫ টাকায় সে চিনি দোকানে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়, ছোলার দাম বাজার দর ও টিসিবির দাম সমান যার মূল্য ৫৫ টাকা, বাজারে এল সি পেয়াজ আগের তুলনায় ৮ টাকা কম দরে ২০ টাকায় বিক্রি হচ্ছে, চিনি ৫ টাকা কমে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে, রসুনের দাম ৪০ টাকায় কমে ৮০ টাকায় দাঁড়িয়েছে, ডাল ৫৫, তেল ৮২ টাকা ( ৫ লিটার – ৪১০টাকা)। একমাত্র আলুর দর বেড়েছে। কেজি প্রতি ৫ টাকা বেড়ে ২০ টাকায় দাঁড়িয়েছে। এ দিকে কাঁচাবাজারে মুলা, ঝিঙা, পটল, করলা, কাঁচামরিচ, শসা, টমেটোসহ সবরকমের সবজির দাম অপরিবর্তিত আছে।

সোমবার পাগলা বাজারে সরজমিনে ঘুরে দেখা যায় খুব স্বস্তিতে ভোক্তা পণ্য ক্রয় করছেন ক্রেতারা। হাওরে ফলন ভাল হওয়ায় খরচের টাকা আছে সাধারণ মানুষের হাতে। এদিকে দ্রব্য মূল্য কম হওয়ায় সব মিলিয়ে স্বস্তিতে আছেন তারা। ক্রেতাদের সাথে আলাপ করে জানা যায় অন্য যেকোনো বছরের তুলনায় এবার রমজানে দ্রব্য মূল্যের দাম কম তাছাড়া সব জিনিস সহজে কিনতে পারা যায়। সাধারণ ক্রেতা আলী আমজদ বলেন- বাজারে জিনিসের দাম কম। অন্য বছর রোজা মাসো বেশি দামে জিনিস কিনা লাগতো আর ই বছর সব মালো দাম কম।

পাগলা বাজারের ব্যবসায়ী দুলন ষ্টোরের পরিচালক জানান- সব জিনিষ পত্রের দাম কম আমরা ইবার লস খাইমু, ছোট ব্যবসায়ীর লস কম খাইলেও বড় ব্যবসায়ীরা বেশি লস খাইবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ