শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

করোনা ভাইরাস মোকাবেলায় সারাদেশের ন্যায় সুনামগঞ্জে মাঠে নেমেছেন সেনাবাহিনী সদস্যরা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ২৭৩ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ করোনা ভাইরাস মোকাবেলায় সারাদেশের ন্যায় সুনামগঞ্জে মাঠে নেমেছেন সেনাবাহিনী সদস্যরা।

সুনামগঞ্জ জেলা প্রশাসনকে সহায়তা করার জন্য মঙ্গলবার সকাল থেকে ২ প্লাটুন সেনাবাহিনীর সদস্যদের জেলা শহরের বিভিন্ন রাস্তায় টহল দিতে দেখা যায়। সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা করোনা ভাইরাস সর্ম্পকে সাধারন মানুষজনকে সচেতন করার পাশাপাশি কোন জরুরী প্রয়োজন ছাড়া কেহ যেন ঘরের বাহিরে বের না হন সেই পরামর্শ ও তাদের । এই জেলার বিভিন্ন উপজেলায় বিদেশ থেকে ফেরৎ প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। কোন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থেকে কোন দেশে ফেরৎ লোকজন প্রকাশ্যে লোক সমাগমে আসলে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে বলে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ কর্তৃক এক আদেশে বলা হয়েছে। পাশাপাশি সন্ধ্যা ৭টার পর শহরের বিভিন্ন রাস্তার মোড়ে ঔষধের দোকান,নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র,কাচামালের দোকানপাঠ খোলা থাকার নির্দেশনা দেয়া হয়েছে এবং গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহে সব সময় তাদেরকে উন্মুক্ত রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ