শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

করোনা পরবর্তী নতুন নিয়ম আনছে ফিফা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২৩৬ বার

স্পোর্টস ডেস্কঃ  
করোনাভাইরাসের কারণে ঘরোয়া ও আন্তর্জাতিক সব খেলাই বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে অনেক খেলাই এক সঙ্গে আয়োজন করতে হবে। এতে করে ফুটবলারদের ইনজুরিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি। যে কারণে করোনা পরবর্তী সময়ে নতুন নিয়ম আনছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা।
সোমবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা একটি প্রস্তাব দিয়েছে দলগুলোকে। করোনার পর ফুটবল দলগুলো ৯০ মিনিটের খেলায় পাঁচজন বদলি খেলোয়াড় ব্যবহার করতে পারবে। আগে ছিল তিনজন।
শুধু তাই নয়, নকআউট ম্যাচে খেলা অতিরিক্ত সময়ে গড়ালে আরও একজন বাড়তি বদলি খেলোয়াড় যোগ করতে পারবে দলগুলো।
ফিফা এক বিবৃতিতে বলেছে, একটা উদ্বেগের বিষয় হলো, স্বাভাবিকের চেয়ে বেশি ম্যাচ হলে অতিরিক্ত চাপের কারণে খেলোয়াড়দের চোটে পড়ার প্রবণতা বাড়বে। ফিফার কাছে স্বাস্থ্য সবার আগে। কোনো ম্যাচ বা প্রতিযোগিতাই মানুষের জীবনের ঝুঁকি নিয়ে আয়োজনের মানে হয় না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ