শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন

করোনা জয় করে বাসায় ফিরলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৪৬ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   কোভিড-১৯ মুক্ত হয়ে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রী রোববার রাতে তার ঢাকাস্থ মিন্টো রোডের বাসায় ফিরেন।
মোজাম্মেল হকের সর্বশেষ করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এ কারণে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

মুক্তিযুদ্ধমন্ত্রী সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুসহ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মন্ত্রীর স্ত্রী এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম টেলিফোনে যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ১২ জুন নমুনা পরীক্ষায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর করোনা পজিটিভ রিপোর্ট আসে। পর দিন তাদের সিএমএইচে ভর্তি করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ