স্পোর্টস ডেস্কঃ মহামারী করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর অনুশীলনে ফিরেছেন পিএসজির এই তারকা ফুটবলার।
দলের সাতজন ফুটবলারের মধ্যে সবার আগে করোনা নেগেটিভ হলেন ২৮ বছর বয়সী এই তারকা ফুটবলার। করোনা নেগেটিভ রিপোর্ট পেয়ে উচ্ছ্বসিত এই ব্রাজিলিয়ান। নিজের টুইটারে লিখেছেন, আমি অনুশীলন শুরু করেছি, খুব বেশি খুশি আমি।
নেইমার করোনা মুক্ত হলেও এখনও আইসোলেশনে রয়েছেন পিএসজির ছয়জন তারকা ফুটবলার অ্যাঙ্গেল ডি মারিয়া, কিলিয়ান এমবাপ্পে, কেইলর নাভাস, মাউরো ইকার্দি, হেরেইরা এবং লেয়ান্দ্রো পারদেস। করোনামুক্ত হলেই অনুশীলনে ফিরবেন তারা।
সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন নেইমাররা। মানসিকভাবে চাঙ্গা হতেই ইপজিয়ার সমুদ্রসৈকতে ছুটি কাটাতে যান নেইমার-ডি মারিয়ারা।
কিন্তু ইপজিয়া সমুদ্রসৈকতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে পড়েন নেইমার, ডি মারিয়া ও লিয়েন্দ্রো পারাদেস। অনেকেই বলছেন ছুটি কাটাতে গিয়েই করোনা আক্রান্ত হয়েছেন পিএসজির ফুটবলাররা।