স্পোর্টস ডেস্কঃ মহামারি করোনার মধ্যেই বড় ধরনের আর্থিক ক্ষতি এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে আইপিএল আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতের মতোই সিপিএল, পিএসএল এমনকি শ্রীলংকা প্রিমিয়ার লিগও আয়োজন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অথচ করোনার অজুহাত দেখিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরের আয়োজন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরেও বিপিএল আয়োজনে সাহস পাচ্ছে না দেশের ক্রিকেট বোর্ড।
শনিবার মিরপুরে বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, চলতি বছর বিপিএল আয়োজনের সুযোগ কম। বিপিএলের আসন্ন আসর মাঠে গড়াতে পারে ২০২২ সালের শুরুর দিকে।
বিসিবি পরিচালক ইসমাইল হায়দার বলেন, বিপিএল হচ্ছে কী হচ্ছে না, সেটা আমরা আমাদের সূচি দেখে বলতে পারব। দুটি উইন্ডো খোলা আছে। একটা নভেম্বরে। ওই সময়ে আবার পাকিস্তানে যাওয়ার কথা আছে। আবার ডিসেম্বরে নিউজিল্যান্ড আসার কথা রয়েছে। সেক্ষেত্রে বিপিএল পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে হতে পারে।
তিনি আরও বলেন, আমরা পাঁচ বছরের জন্য ক্যালেন্ডার ঠিক করছি। বাংলাদেশের ক্রিকেটের যে ব্যস্ত সূচি, ভবিষ্যতে অনেক সময়ই জাতীয় দলের খেলোয়াড়রা এনসিএল, বিসিএল বা ঢাকা লিগে অংশ নিতে পারবে না। আমরা চেষ্টা করব বিপিএলে যেন জাতীয় দলের সব ক্রিকেটার থাকে। সেটা মাথায় রেখেই কাজ করা হচ্ছে।