বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

করোনা আরও কয়েক বছর স্থায়ী হতে পারে: জাপানি অর্থনীতিবিদ

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ২৩৯ বার

অনলাইন ডেস্ক::প্রাণঘাতী করোনাভাইরাস আরও কয়েক বছর স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন জাপানের এক অর্থনীতিবিদ।

শুক্রবার তিনি বলেন, স্থিতিশীলতা বাড়াতে জাপানের উচিত করোনা পরীক্ষা ও মানুষকে নগদ অর্থ সহায়তা বাড়ানো।-খবর রয়্টার্স

বৈশ্বিক মহামারী প্রতিরোধে সরকারকে পরামর্শ দিতে গঠিত প্যানেলের একজন সদস্য হিসেবে কাজ করছেন কেইচিরো কোবায়াশি।

তিনি বলেন, অনেক বেশি বন্ড ইস্যুর মাধ্যমে করোনাভাইরাস সংকট মোকাবেলায় সরকার বিপুল অর্থের যোগান দিতে পারে। দীর্ঘ সময় ধরে সুদের হার যাতে না বাড়ে তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক এসব বন্ড কিনে নিতে পারে।

ভাইরাস রোধে কার্যকর ওষুধ কিংবা টিকা উদ্ভাবন ও বিতরণের সময়সীমার কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, এতে অন্তত চার বছর লেগে যেতে পারে।

এ সময়ে মানুষের ভোগ ও খরচ কমে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

কেইচিরো বলেন, এর অর্থ হচ্ছে— দীর্ঘদিন ধরে যাতে জাপানের অর্থনীতি যাতে সংকটে না পড়ে, সেজন্য জোরালো পদক্ষেপ নিতে হবে। অর্থনৈতিক স্থবিরতা থেকে বাঁচতে মহামারীতে আয় কমে যাওয়া নাগরিকদের মাসে গড়ে ৯৩৪ ডলার দেয়া যেতে পারে।

এতে সরকারকে বিপুল অর্থ খরচ করতে হবে বলে জানান টোকিও ফাউন্ডেশন ফর পলিসি রিসার্চের এই অর্থনীতিবিদ।

তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জনগণের ক্ষোভ প্রশমন করতে হবে এবং সংকট দূর করতে হবে। কাজেই পরীক্ষা আরও জোরদার ও আইসোলেশন সক্ষমতা বাড়িয়ে লোকজনের মধ্যে নিরাপত্তার অনুভূতি আনতে পদক্ষেপ নেয়া জরুরি।

সূত্র: যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ