দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. একেএম মুজিবুর রহমান মারা গেছেন।
মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।
দেশবরেণ্য এ মেডিসিন বিশেষজ্ঞ করোনা পজিটিভ হয়ে হাসপাতালে প্রায় তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) মুখপাত্র ও যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মুজিবুর রহমান এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
এফডিএসআর হিসাব অনুযায়ী, এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ৩৩ জন চিকিৎসক মারা গেলেন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৫ জন চিকিৎসক।
এদিকে সরকারি হিসাব অনুযায়ী, সোমবার সকাল ৮টা নাগাদ দেশে ৯০ হাজার ৬১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২০৯ জন।
ডা. মুজিবুর রহমানকে দাফনের জন্য সাতক্ষীরায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।