মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

করোনায় সিলেটকে টপকে গেল হবিগঞ্জ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ২০১ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   অদৃশ্য এক ভাইরাসের নাম করোনা। সংশ্লিষ্টরা এর নাম দিয়েছেন কোভিড-১৯। মরনব্যাধি এ ভাইরাস থমকে দিয়েছে গোটা বিশ্বকে। বাদ যায়নি বাংলাদেশের সিলেট বিভাগও। এ ভাইরাসে ইতিমধ্যে বিভাগে আক্রান্ত হয়েছেন ২০ জন। তন্মধ্যে শুধু ১৩ জনই রয়েছেন হবিগঞ্জ জেলার। গতকাল সোমবার সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো সর্বোচ্চ।
সর্বশেষ গতকাল মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে এরমধ্যে ২ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। ঠিক এর আগের দিন সোমবার হবিগঞ্জে একদিনেই ১০ জন আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে। এরমধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন। আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলায় ৩ জন, বানিয়াচং উপজেলায় ৩ জন, বাহুবল উপজেলায় ১ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ২ জন ও চুনারুঘাট উপজেলায় ১ জন রয়েছেন। গত দুই দিন আগেও হবিগঞ্জে করোনাভাইরাসের রোগী ছিলেন মাত্র একজন।

সিলেটে এ পর্যন্ত ৪ জন করোনা রোগী পাওয়া গেছে। সর্বশেষ গত রবিবার সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের একজন টমটম (অটোরিকশা) চালকের শরীরে ধরা পড়ে করোনা।

এরআগে গত ১৬ এপ্রিল একই দিনে সিলেটে দুই যুবকের শরীরে পাওয়া যায় করোনাভাইরাসের অস্তিত্ব। ১৫ এপ্রিল তাদের নমুনা সিলেট ওসমানী মেডিকেল কলেজে পরীক্ষা করা হয়েছিল। পরদিন তাদের রিপোর্ট প্রকাশ করে সিলেট সিভিল সার্জন। আক্রান্তদের মধ্যে একজনের বাড়ী গোয়ানঘাট ও অপরজনের বাড়ী জৈন্তাপুর উপজেলায়। বর্তমানে তারা দু’জনই সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেটে সর্ব প্রথম করোনা রোগী পাওয়া যায় গত ৫ এপ্রিল। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের শরীরে ধরা পড়ে এ ভাইরাস। তিনিই সিলেটের প্রথম করোনা রোগী। গত বুধবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে মৌলভীবাজারেও মারা যাওয়া এক ব্যবসায়ীর শরীরে ৫ এপ্রিল ধরা পড়ে কোভিভ-১৯। ৪ এপ্রিল সকালে তিনি নিজ বাড়ীতে শরীরে জ্বর থাকা অবস্তায় মারা গিয়েছিলেন। এরপর সংশ্লিষ্টরা এসে তার শরীরের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের অস্তিত্ব পায়।

সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত দুই জনের শরীরে ধরা পড়েছে করোনা। তারা দু’জনই নারী। এছাড়া করোনা আক্রান্ত হয়ে সুনামগঞ্জ জেলায় ঢাকা থেকে পালিয়ে এসেছেন আরেক ব্যক্তি। প্রশাসন তাকে খুঁজে বের করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটে ৪ জন ও মৌলভীবাজারে একজন করোনা আক্রান্তের রোগী পাওয়া গেছে। আর সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসের রোগী রয়েছেন ৩ জন। তন্মধ্যে একজন আক্রান্ত হয়ে এসেছেন ঢাকা থেকে।

আর হবিগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন দাঁড়িয়েছে ১৩ জনে। যা সিলেট বিভাগের অন্যান্য জেলার চেয়ে সর্বোচ্চ। বর্তমানে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে ২০ জন। এছাড়া ঢাকা থেকে আক্রান্ত হয়ে একজন এসেছেন সুনামগঞ্জ জেলায়। এ হিসেবে বিভাগে করোনার রোগী সংখ্যা ২১ জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান জানান, সিলেটে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। যা অত্যন্ত দুঃখজনক। এভাবে রোগী বাড়তে থাকলে পরিণতি হবে ভয়াবহ। সবাইকে অত্যন্ত বেশী করে সতর্ক থাকার পরামর্শ দেন ডা. আনিছ।

সুত্রঃ সিলেটভিউ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ