বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

করোনায় মৃত্যুর মিছিলে ৪ লাখ ২৩ হাজার মানুষ, এত লাশ রাখব কোথায়?

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২০৯ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। বিশ্বে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে ৪ লাখ ২৩ হাজার ছাড়িয়ে গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুয়ায়ী, শুক্রবার বেলা ১১ টায় কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮৪৬ জনে। আক্রান্ত হয়েছেন বিশ্বের ৭৫ লাখ ৯৯ হাজার ৬৪৬ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৩ লাখ ৩০ হাজার ৫০৪ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৯০২ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৮ লাখ ৪১ হাজার ৩৩১ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মোট এক হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল পর্যন্ত মোট ৭৮ হাজার ৫২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ