দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ করোনায় মারা গেলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যুগ্ম প্রধান (যুগ্ম সচিব) মো. লুৎফর রহমান তরফদার (ইন্নালিল্লাহি … রাজিউন)।
বৃহস্পতিবার রাত ১টার দিকে রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর ৬ মাস। তিনি ৮৬ ব্যাচের ইকনোমিক ক্যাডারের কর্মকর্তা।
লুৎফর রহমান সদ্য বিলুপ্ত ইকনোমিক ক্যাডার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যা সন্তান রেখে গেছেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম সচিব ও সাবেক ইকনোমিক ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরিদ আজিজ যুগান্তরকে জানান, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল।
নিয়মিত খাবারও খাচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হলে তাকে ভেন্টিলেটর দেয়া হয়। পরে রাতে তিনি মারা যান।
ফরিদ আজিজ আরও জানান, লুৎফর রহমান ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর বিসিএস ক্যাডার সার্ভিসে যোগদান করেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার চাঁনপুর গ্রামে।
সুত্রঃ যুগান্তর