শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:২১ অপরাহ্ন

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ১৯১ বার

অনলাইন ডেস্কঃ  
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ১৬৬ জন মারা গেলেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ভারতে পাঁচ হাজার ৭৩৪ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে বিশ্বজুড়ে মহামারী সৃষ্টিকারী নভেল করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যায় স্পেনকে ছাড়াল যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার সকালে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১৪ হাজার ৮১৭ জনে দাঁড়িয়েছে, যেখানে স্পেনে মৃতের সংখ্যা ১৪ হাজার ৭৯২ জন।
বিশ্বজুড়ে ইতালির পর এখন যুক্তরাষ্ট্রেই কোভিড-১৯ এ মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে মৃতদের প্রায় অর্ধেকই নিউইয়র্ক অঙ্গরাজ্যের।
বুধবার অঙ্গরাজ্যটিতে একদিনেই ৭৭৯ জনের মৃত্যু হয়েছে। প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এটিই একদিনে নিউইয়র্কে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।
এতে অঙ্গরাজ্যটিতে মৃতের সংখ্যা ছয় হাজার ২৬৮ জনে দাঁড়িয়েছে বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে।

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ