শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

করোনায় বাড়িতে বসেই টেলিভিশন সংবাদ পাঠ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ১৮৯ বার

অনলাইন ডেস্কঃ   
অফিসে না গিয়ে নিজেদের বাড়ি থেকেই সংবাদ পাঠ করছেন এমবিসি সম্প্রচার মাধ্যমের কর্মীরা। করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে এমন অসাধারণ উদ্যোগ নেয়া হয়েছে।
রোববার সহকর্মীদের সঙ্গে নিয়ে সংবাদ উপস্থাপক গাওয়া ইব্রাহীম তার বাড়ি থেকে রাত ৯টার খবর পাঠ করেন।- খবর সৌদি গেজেটের
সংবাদের শুরুতে তিনি বলেন, প্রতিদিনের মতো একই সময় সংবাদ পাঠ করলেও এখন আমরা টেলিভিশনের স্টুডিওর বাইরে। আরও সুনির্দিষ্ট করে বললে নিজের বাড়িতে বসেই সংবাদ পাঠ করছি।
এমন অভিজ্ঞতার বিষয়ে এমবিসির সাংবাদিক মুসায়েদ আল-থেবাইতি টুইটারে বলেন, ছবি, ভিডিও, সাউন্ড ও সরাসরি সম্প্রচারে ঝক্কি সত্ত্বেও করোনাভাইরাসের অভিজ্ঞতা বলে দিল, টেলিভিশন সাংবাদিকতা এমন একটি পেশা, যেটা বাড়িতে বসেও করা যায়।
তিনি বলেন, বার্তা সম্পাদক ও অ্যাংকররা বাড়িতে বসেই সংবাদ লিখছেন।
সৌদি সরকারের মালিকানাধীন মিডল ইস্ট ব্রোডকাস্টিং সেন্টার (এমবিসি) ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। লন্ডন থেকে এটির সম্প্রচার শুরু হলেও মূল কার্যালয়ে দুবাইতে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ