দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ
করোনাভাইরাসের মহামারীতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৭ জনে।
নতুন করে মৃতদের দুজনই ঢাকার বাইরের। তাদের মধ্যে একজনের বয়স ১৩-২০ এর মধ্যে। আরেকজন ষাটোর্ধ্ব। একজনের বাড়ি রংপুর এবং আরেকজনের নারায়ণগঞ্জ।
আজ রবিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান।
ডা. নাসিমা সুলতানা জানান, আমাদের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি নতুন একটি গাইডলাইন করেছে। সেখানে বলা হয়েছে কোন বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে রোগীকে সুস্থ বলা হবে বা হাসপাতাল থেকে ছাড় দেওয়া হবে ইত্যাদি। সেই গাইডলাইন অনুযায়ী এখন পর্যন্ত করোনা থেকে ১০৬৩ জন সুস্থ হয়েছেন।
এর মধ্যে ঢাকার হাসপাতালগুলো থেকে ছাড়া পেয়েছেন ৬২৪ জন। এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৯৮ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২১৩ জন, ইনফেকশাশ ডিজিস হাসপাতাল থেকে ৮ জন, ঢাকা মহানগর হাসপাতাল থেকে ৩৮ জন, রিজেন্ট হসপিটাল উত্তরা থেকে ছাড় পেয়েছেন ১৫ জন, সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল থেকে ২২ জন, রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে ২৬ জন এবং মিরপুর লালকুঠি হাসপাতাল থেকে ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। পরে ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
সুত্রঃ কালের কন্ঠ