শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন

করোনায় আরও এক পুলিশ কনস্টেবলের মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৬৩ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফয়সাল আলম (৩৮) নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে তিনি মৃত্যুবরণ করেন।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফয়সাল আলম বগুড়া শহরের নারুলি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাণীনগর গ্রামে জন্মগ্রহণ করেন ফয়সাল আলম। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ পারিবারিক কবরস্থানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে ব্যথাজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বগুড়া পুলিশ হাসপাতালে নেয়া হয়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি রাত ৩টায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয় এবং করোনা ‘পজিটিভি’ আসে।

এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের মোট ২৮ জন সদস্যের মৃত্যু হয়েছে। আর মোট ৮ হাজার ৪৯৬ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ