বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

করোনায় আক্রান্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১২ কারারক্ষী

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ২৪১ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   
আসামিদের হাসপাতালে আনা-নেয়া করতেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের এমন ১২ কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত কয়েক দিনে একাধিকবার পরীক্ষা করা হলে তাদের করোনার রিপোর্ট পজিটিভ আসে।
বুধবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতালে দুজন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন এবং মিরপুরের একটি হাসপাতালে একজন চিকিৎসাধীন।
জেলার মাহবুবুর আরও জানান, আক্রান্তরা সবাই নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে থাকতেন। তাদের দায়িত্ব ছিল অসুস্থ বন্দিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো।
তবে এখন পর্যন্ত কেরানীগঞ্জের কারাগারের ভেতরে থাকা কেউ করোনায় আক্রান্ত হয়নি বলে জানান তিনি।
সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক সাজাপ্রাপ্ত আসামি কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন তিনি করোনায় আক্রান্ত হন। তার বয়স (৬০) বছর। ডায়ালাইসিসের রোগী ছিলেন ওই আসামি।
প্রসঙ্গত দেশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৫৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৬১ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৯ জন।

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ