বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

করোনার টিকা আবিষ্কারে বিশ্ব নেতাদের তহবিল গঠন, অংশ নেয়নি যুক্তরাষ্ট্র

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ২৩৩ বার

অনলাইন ডেস্কঃ  
করোনার টিকা আবিষ্কারে ৮ বিলিয়ন ডলারের তহবিল গঠন করতে রাজি হয়েছেন বিশ্ব নেতারা। সেই তহবিলে অনুদান দিতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। এ তহবিলের অর্থ করোনার টিকা উদ্ভাবন, চিকিৎসা পদ্ধতি আবিষ্কার এবং অন্যান্য খরচের জন্য বরাদ্ধ রাখা হয়েছে।খবর আলজাজিরা
আয়োজকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং ইইউর বাইরে অন্যদেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, নরওয়ে এবং সৌদি আরব অন্তর্ভুক্ত ছিল।
সোমবার জাপান, কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং কয়েক ডজন দেশের নেতারা ভার্চুয়াল সভায় যোগ দিয়েছিলেন। চীন থেকে ভাইরাসটি উদ্ভব হয়েছে বলে ভার্চুয়াল ইভেন্টে বিষয়টি একমাত্র উপস্থাপন করেন ইইউর রাষ্ট্রদূত।
ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়েছে, এই ৮ বিলিয়ন ডলারের মধ্য থেকে ৩ বিলিয়ন খরচ হবে করোনার টিকা আবিষ্কারের লক্ষ্যে। অর্থাৎ টিকা আবিষ্কার, উন্নয়ন ও গবষণায়। ২.২৫ বিলিয়ন খরচ হবে টিকার বাইরে আর কোন কোন উপায়ে করোনাভাইরাসের চিকিৎসা করা যায় সে লক্ষ্যে। ৭৫০ মিলিয়ন খরচ হবে টেটিং কিটে। বাকি ১.২৫ বিলিয়ন ডলার খরচ হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সহযোগিতা করার জন্য।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দের লেয়েন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ