দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান।
সোমবার (১৫ জুন) শ্বাসকষ্ট নিয়ে তাকে সিএমএইচে ভর্তি করা হয় বলে জানান মোকাব্বির খানের একান্ত সহকারী সচিব দিদার খান।
দিদার খান বলেন, ‘কয়েক দিন ধরে স্যারের শরীর খারাপ ছিল। হালকা জ্বর ছিল। গতকাল (রবিবার) রাত থেকে শ্বাসকষ্ট হচ্ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে। তিনি করোনাভাইরাস সংক্রমিক কি না নিশ্চিত হতে নমুনা নেয়া হয়েছে।’
জানা গেছে, এমপি মোকাব্বির খান ঢাকার ন্যাম ভবনেই ছিলেন। সেখান থেকেই তাকে হাসপাতালে নেয়া হয়।
ইতোমধ্যে একে একে বেশ কয়েকজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। দুজন মন্ত্রী আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দেশে করোনার সংক্রমণ শুরুর পর থেকেই চিকিৎসার ক্ষেত্রে সবার আস্থা অর্জন করেছে সিএমএইচ। ইতিমধ্যে সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যরা ছাড়াও রাজনীতিবিদ, চিকিৎসকদের অনেকেই এখানে ভর্তি হয়ে সুস্থ হয়েছেন। সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও অনেকে সিএমএইচে চিকিৎসা নিয়েছেন।
সুত্রঃ সিলেটভিউ