বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন জর্জ ফ্লয়েড

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২৫৯ বার

অনলাইন ডেস্কঃ  
যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার শরীরে আফিম জাতীয় মাদকের উপস্থিতিও পাওয়া গেছে। তবে শ্বাসরোধের কারণেই ফ্লয়েডের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত হওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ফ্লয়েডের চূড়ান্ত ময়নাতদন্তের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
ইউএসএ নিউজ জানায়, বুধবার জর্জ ফ্লয়েডের ময়নাতদন্তের পূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে হেনেপিন কাউন্টি হাসপাতাল। পরিবারের অনুমতি নিয়েই ময়নাতদন্ত করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
২০ পৃষ্ঠার প্রতিবেদনটিতে বলা হয়, পুলিশের অমানবিক আচরণে মৃত্যু হওয়ার আগে করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন আফ্রিকান-আমেরিকান এই যুবক।
হেনেপিন কাউন্টি মেডিকেল এক্সামিনারস অফিস থেকে জানানো হয়েছে, গত ৩ এপ্রিল করোনাভাইরাস ধরা পড়েছিল জর্জ ফ্লয়েডের শরীরে। তার কোনো ধরনের উপসর্গ ছিল না। এমনকি মৃত্যুর সময়ও উপসর্গবিহীন ছিলেন তিনি। ফ্লয়েডের মৃত্যুতে কোভিড-১৯ এর কোনো প্রভাব ছিল না বলে জানিয়েছেন পরীক্ষকরা। ফ্লয়েডের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
তবে চূড়ান্ত ময়নাতদন্তের প্রতিবেদনে আরও বেশ কয়েকটি নতুন তথ্য উঠে আসে। এতে বলা হয়েছে, জর্জ ফ্লয়েডের হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার শরীরে ফেনটানাইল ও মেথামফেটামাইনের উপস্থিতি দেখা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্লয়েডের ফুসফুস সুস্থ থাকলেও হৃদপিণ্ডের ধমনী সরু হয়ে এসেছিল। এর এক নোটে বলা হয়েছে, আফিমজাতীয় ব্যথানাশক ফেনটানাইলের প্রভাবে শ্বাসতন্ত্রে গুরুতর সমস্যা দেখা দিতে পারে।
এর আগে, গত সপ্তাহে প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছিল, জর্জ ফ্লয়েডকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরে সোমবার স্বাধীন ময়নাতদন্তকারী ও ফ্লয়েড পরিবারের দুই আইনজীবী ওই দাবি উড়িয়ে দেন এবং প্রেস রিলিজে জানান, এটি পরিষ্কার হত্যাকাণ্ড। তবে অন্যান্য শারীরিক সমস্যাও জর্জের মৃত্যুতে ভূমিকা রাখতে পারে বলে সম্ভাবনা রয়েছে।
গত ২৫ মে মিনেসোটার মিনেপোলিসে কয়েকজন শ্বেতাঙ্গ পুলিশ আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে গলায় হাঁটু চেপে হত্যা করে।
ফ্লয়েডকে হত্যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডের ঘাড়ে পুলিশ সদস্যরা হাঁটু দিয়ে চেপে ধরে। ৮ মিনিট এভাবে চেপে রাখা হয়। ফ্লয়েড বারবার বাঁচার আর্জি জানায় এবং এক পর্যায়ে তার মৃত্যু হয়।
এই ঘটনায় যুক্তরাষ্ট্রে বিক্ষোভ চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ