সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:২০ অপরাহ্ন

করাচির চীনা কনস্যুলেটে হামলা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
  • ১৮৮ বার

আন্তর্জাতিক ডেস্ক 
পাকিস্তানের বন্দর শহর করাচিতে অবস্থিত চীনা কনস্যুলেটে বন্দুুক হামলার ঘটনায় কমপক্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। অজ্ঞাতবন্দুকধারীরা শুক্রবার ওই কনস্যুলেট ভবনে হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জাভেইদ আলম ওধো এএফপিকে জানিয়েছেন, চার বন্দুকধারী কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তা বাহিনী একটি চেকপয়েন্টে তাদের বাধা দেয়। সে সময় তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে।
তিনি বলেন, বন্দুকধারীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় আমাদের দুই কনস্টেবল নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
তিনি আরও জানিয়েছে, হামলার পরই বন্দুকধারীরা পালিয়ে গেছে। তবে হামলা পুরোপুরি শেষ হয়েছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত করেননি। কনস্যুলেটের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সেখানে স্বচ্ছ অভিযান পরিচালনা করছে।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের একটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ওই হামলার দায় স্বীকার করেছে। বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) মুখপাত্র বলেন, আমরা এই হামলা চালিয়েছে এবং আমাদের হামলা চলবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ