গ্রীষ্মকাল আজ যায়রে চলে গ্রীষ্মের ছলে
বর্ষার আগমন হলো হাওরের জলে।
মাঠে ঘাঠে নয়া পানি করে ছলছল
গা’য়ের সকল শিশু কিশোর গায়ে মাখে জল।
জেলেরা আজ মাছ ধরিতে করে আছে পণ
হাসিমুখে বর্ষাকালকে জানায় তারা সাদর সম্ভাষণ।
গাছে গাছে আজ লেগে আছে পাঁকা ফলের ঘ্রাণ
কিচিরমিচির পাখির ডাকে জেগে ওঠে প্রাণ।
বর্ষাকালের মৃদু হাওয়া জানান দিয়ে যায়
বর্ষা এলেই গাঁয়ে গন্জে সুখ ছড়িয়ে যায় ।
পাড়ার সকল নবীণ প্রবীণ খুশির জুয়াড়ে ভাসে
বর্ষাকালকে আজও তারা ভীষণ ভালোবাসে।
শাহনুর সুলতান, বি.এ ( পাস), আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ- গোবিন্দগঞ্জ।