মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন

কবিতা : মুক্তি চাই

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ২৯৪ বার

পংকজ চক্রবর্তী জয়  

আমি যদি দাসত্ব হারাই
তবে প্রভু হবে কে?
আমি যদি শৃঙ্খল ছিন্ন করি
তবে বন্দি করবে কে?
আমি যদি দ্রোহের সুর হারাই
তবে বিদ্রোহ করবে কে?

ধরার কাননে সুগন্ধি পুষ্প ফুটুক
এটা সবাই চায়,
নীল পাথারে মিলন হোক স্রোতস্বিনীর
এটা সবাই চায়,
কালো জলের দিঘিতে পদ্ম প্রস্ফুটিত হোক
এটাও সবাই চায়।

কিন্তু হায়!
এখন আর বাতাসে পুষ্পের সৌরভ নেই,
নেই গ্রামের মেঠোপথের কুয়াশা ভেজা ঘাস,
অনেক খুঁজেও এখন আর মেলেনা
সহজ সরল বাঙ্গালি রমণীর
ভূবন জুড়ানো নিষ্পাপ হাসি।

আজ শুধু ছেলেহারা মায়ের আর্তনাদ,
আজ শুধু ইট পাথরের শহরে-
জীবন্ত লাশের নোংরা গন্ধ।
আজ দেওয়ালে কান পাতলেই শোনা যায়
কত নিষ্পাপ বোনের আর্তচিৎকার।
আজ মাথা উঁচু করলেই
ভেঙ্গে যায় মেরুদন্ড।

এখন আর বসুন্ধরার গৌরব নিশান
উড়ানো যায় না,
লজ্জায় মুখ লুকান ত্রিশ লক্ষ শহীদ!
এখন আর বজ্র কন্ঠের মুজিব দাড়িয়ে
ভাষণ দেন না, কেন জানেন?
হারিয়ে গেছে সেই মুক্তির গান
হারিয়ে গেছে সেই স্বাধীনতার শিখা!

আমরা কি কখনও মানুষ হতে পারি না?
আমরা কি সমাজ বদলাতে পারি না?
আমরা কি আবার স্বপ্ন দেখতে পারি না?
যে স্বপ্নের মূল্য ত্রিশ লক্ষ শহীদ আর দু লক্ষ মা বোন দিয়েছিলেন।

 

লেখক: অনার্স চতুর্থ বর্ষ (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) এম,সি কলেজ।

সভাপতি: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এম,সি কলেজ সংসদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ