সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

কবিতা – বলি একটা করি আরেকটা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২৭৪ বার

কাজী জমিরুল ইসলাম মমতাজ

বলি একটা করি আরেকটা,
উপদেশ দিতে পারি অনেকটা,
এটাই অধিকাংশ জীবনের অব্যাশটা।
গোড়া থেকেই শিখেছি চলাটা,
কিভাবে পরিবর্তন করি মেজাজটা।
ছোট হউক বড় হউক দেখেছেন কি কারবারটা,
সমাজের মানুষকে বুঝাতে চায় ক্ষমতাটা,
মানুষ চোখবুঝে মেনে নেয় হেয়ালিপনাটা।
বিচারত একদিন হবে জীবনের আমল নামাটা,
ঘুছিয়ে নেন সময় থাকতে জীবনটা,
নিজে ও অন্যের বেলায় বিচার করেন সমানটা।
কাল কিয়ামত দিবসে কি দেবেন জবাবটা,
সে জায়গায় থাকবেনা ক্ষমতার দাপটটা,
চালান জোগার করে যেতে হবে বেটা,
নইলে ক্ষমতার অপব্যবহারে বাজবে বারটা।

লেখক: কাজী ও সাংবাদিক

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ