ভ্রমিয়া গ্রামে গ্রামে,পাইলাম খুঁজে
বকুলতলার স্নিগ্ধ বাতাস।
যেথায় বসিলে হাজার বছরের-
রিক্ত প্রাণ তৃষ্ণা মিঠায়।
সেথায় নেই কোন দালান, নেই অট্রালিকা
আছে শুধু নরম ঘাস।
নম্র চিত্তে ঘাসের উপরে সেথায়
বকুল ভালবাসা বিলায়।।
মোর তৃষ্ণার্ত প্রাণ বসিয়া
বকুলেরি সাথে করে ভাব-
বকুলতলারি পাশে, দিবসে
ছোট পথখানা দিয়া আসে যায়- কত আগন্তুক
কেহবা বুঝে আবার কেহ না বুঝে-
বকুলেরি সুর।।
রাতের আঁধারে সেথায় শোনা যায়
চিরন্তন বংশি ধ্বনি।
এর ফাঁকে চাঁদ খানা
সদা হাসে ব্যাঙ্গ করে
তবু যেন কলঙ্ক না ঢাকিতে পারে।।
পংকজ চক্রবর্ত্তী জয়, শিক্ষার্থী, বি.এ অনার্স (রাষ্ট্র বিজ্ঞান) এমসি কলেজ-সিলেট।