রনুহিশা::
আরো একবার হারায়ে যেতে চাই। ফেলে আসা কোনো প্রভাতে ঝলমল করা উজাড়ো বনের মমতা ভরা পুষ্পে।
আরো একবার মাতাল হতে চাই।
নবান্নের নব- উৎসবে, নতুন ধানের পিঠাপুলির গন্ধে।
আরো একবার কুড়াতে চাই জৈষ্ঠ্যমাসের ঝটিকায় ঝরে পড়া পাখা ঘাটের আম।
শুধু একটিবার ফিরে পেতে চাই- শৈশবে হৈইচৈই করা ধুলোমাখা কোনো বিকেলের গোল্লাছুট, চোর- পুলিশ।
বৈশাখের সন্ধ্যায় ঘরে না ফেরা খরের ভোলায় লুকোচুরি, পল্লবের টাকা, ছিলো না যার দাম।
আরো একবার দলবেঁধে ছুটতে চাই। সাদা বক উরে, ডিঙিনৌকা চলে আকাশ – নীল কোনো হাওরে শালুকের খুঁজে।
আরো একবার পাঠশালায় যেতে চাই। ঢংঢং শব্দে ছুটির ঘন্টা যেথায় বাজে।
আরো একবার লাই খেলতে চাই। চৈএের দুপুরে কাঠ পোড়া রোদে পাড়ার জলাশয়ের শীতল করা জলে।