সৎ ব্যক্তিরা মারা গেলেও বেঁচে থাকে
বিজয়ের বেশে
আর অসৎ ব্যক্তিরা দেহে বেঁচে থাকলেও
মারা যায় অন্তদেশে।
আমি অসৎ হয়ে চাইনা রইতে
চাইনা এমন ভুবন
চাইনা আমি বেঁচে থাকতে
অসৎ ব্যাক্তিদের মতন।
আমি সততার মাঝে ফুঠে উঠতে চাই
সততায় যেনো যাই ঝড়ে
আমি চিৎকার করে বলে দিতে চাই
বিজয়ের পরে বিজয় যেনো
সৎ ব্যক্তিরাই করে।
অসৎ নামের একটি প্রাণ ও
রাখতে চাইনা আর
আমি তাড়িয়ে দিতে চাই
সমাজ থেকে অসৎ অন্ধকার।
যদি কভু দেখা হয় তোদের সাথে
সৎ প্রাণের দল
আমি তোদের সঙ্গি হতে চাই
আমায় সঙ্গে নিয়ে চল।
আমি অসৎ রুপে থাকতে চাইনা
বিলাসবহুল কোন জনপদে
আমার অবস্থান হোক হাসিকান্নার
লালিত আর্তনাদে।
অসৎ হয়ে শতবার ফোটে উঠার
আমার কোন দরকার নাই
আমি সততার মাঝে একটি বার শুধু
ফোটে উঠতে চাই।
শাহনুর সুলতান,শিক্ষার্থী- আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ও সহ-প্রচার সম্পাদক, দক্ষিন সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব।