চাঁদের হাটে বাতাস লেগেছে
কলঙ্খ বুঝি গেছে ঢেকে
ফাগুনের সুরে জোছনা বুঝি
আপন মায়া দিচ্ছে বিলিয়ে।
রাখাল বেশে খোলা আকাশে
গোধূলি বেলায় তোমার চন্দ্রিমা মুখে
যখন শুনি হাহাকার!
অগ্নি নয়নে ঝরে পরে
হাজার রাতের ঝলসানো মৃত স্বপ্নের পাহাড়।
সিক্ত নয়ন মোর আজ তোমার অপেক্ষায়
নীলিমার অপর প্রান্তে অযথা খুঁজে বেড়ায়,
জানি ফের আসবেনা তুমি
অবান্তরিত কালান্তরের ধূলায়।।
যে মৃত্তিকায় জন্মেছিলে তুমি
সেই মৃত্তিকায় হারিয়ে গেলে,
আমি রয়ে গেলাম আশ্রয়-প্রার্থী হয়ে
তোমার মন মন্দিরে স্থান পাব বলে।।
সহস্রাব্দ কাল হতে-
পরানে পরান বাঁধব বলে
বসে আছি তোমার হৃদয় কুঞ্জ তলে।।
লিখেছেন: পংকজ চক্রবর্তী জয়
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ(অনার্স ৩য় বর্ষ)
এম.সি কলেজ, সিলেট